টানা লকডাউনে দোকানপাট বন্ধ থাকায়, কর্মহীন হয়ে পড়েছে বগুড়ার লক্ষাধিক কর্মচারী
- আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে টানা লকডাউনে দোকানপাট বন্ধ থাকায়, কর্মহীন হয়ে পড়েছে বগুড়ার লক্ষাধিক কর্মচারী। বেতন-ভাতা না পেয়ে, চরম সংকটে পড়েছেন তারা। খেয়ে না-খেয়ে কাটছে তাদের দিন।
সরকারি নির্দেশে ছাব্বিশে মার্চ থেকেই সারাদেশের মতো বগুড়াতেও ছোট-বড় সব মার্কেট আর দোকান বন্ধ রয়েছে। এতে অন্তত চারশ’ মার্কেটের লক্ষাধিক দোকান কর্মচারীরা কর্মহীন হয়ে পড়ে। সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে প্রতি বৃহস্পতিবার তারা আগে বেতন-ভাতা পেলেও এখন আর মিলছেনা।
মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও বেশির ভাগেরই বেতন মিলছে না বলে অভিযোগ করেন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে খেয়ে না খেয়ে কাটছে তাদের দিন। সরকারি-বেসরকারি কোন ত্রাণ ও সহায়তাও মেলেনি । বকেয়া বেতন পরিশোধের উদ্যোগের কথা জানালেন কল-কারখানা বিভাগের উপ- পরিদর্শক। বকেয়া বেতন পরিশোধে বিশেষ উদ্যোগ আর করোনাকালে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন বগুড়ার দোকান কর্মচারীরা।