টানা সিডিউল বিপর্যয়ের ভেতরেই বাড়ি ফিরছেন ট্রেনযাত্রীরা
- আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনেও সিডিউল বিপর্যয়ের কারণে কমলাপুর স্টেশনে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। পঞ্চগড় এক্সপ্রেস গেলো রাত পৌনে এগারোটায় ছাড়ার কথা থাকলেও ১২ ঘন্টা দেরি হওয়ায় এ ভোগান্তিতে পড়েন তারা। সিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে স্টেশন ম্যানেজার বলেন, ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ বাড়াই এজন্য দায়ী।
১২ ঘন্টার অপেক্ষা। প্ল্যাটফর্মে পঞ্চগড় ট্রেন এলে বগিতে উঠতে এভাবেই হুমড়ি খেয়ে পড়েন পশ্চিমাঞ্চলের যাত্রীরা। বাড়ী ফিরতে যাত্রীরা টিকিট কিংবা স্ট্যান্ডিং টিকিট কোনোটাই পায়নি। অগত্যা ছাদই শেষ ঠিকানা। বাদ যায়নি নারী পুরুষ কেউই। যদিও কর্তৃপক্ষের তদারকিকে পরে তারা নেমে যেতে বাধ্য হন।
ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াতে প্রতিনিয়ত ৩৯ জোড়া ট্রেনের পাশাপাশি আরো ২ টি স্পেশান ট্রেনের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এরপরেও রেলেই সবচে বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সিডিউল বিপর্যয়ে শুক্রবারের ট্রেন ছেড়ে গেছে আজ। পঞ্চগড় এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে ছাড়লে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। আরো নীলসাগর, সুন্দরবন ও দ্রুত যানও স্টেশনে পৌঁছে ১২ ঘন্টা পর।
রেলের সিডিউল নিয়ে কর্তৃপক্ষের অসহায়ত্বের কথা মেনে নিলেন স্টেশন ম্যানেজার।
এদিকে, ১৩ জুলাইয়ের ফিরতি টিকিট দেয়া হচ্ছে কাউন্টারগুলোতে।
ঈদুল আজহায় যাত্রীদের ভ্রমন নিরাপদ ও নিশ্চিতে নানা উদ্যোগ নিলেও তা অনেকটাই ব্যর্থ হয়েছে।