টানা ৭ দিনে বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনে বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
সকালে মসল্লাবাহী পণ্য নিয়ে ৩টি ট্রাক বাংলাদেশে ঢোকার মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এর আগে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে উৎসবটি যথাযথভাবে পালনের লক্ষ্যে আগামী ২১-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি না করার সিদ্ধান্ত নেয়া হয়।