টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
বিকেল সোয়া ৫ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। রাজধানী সুপার মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিটি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন দোকানের মালিক কর্মচারীসহ স্থানীয়রা। আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটটি টিনের ঘর হওয়ায় নিমিষেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষতিক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।