টিকিট ভোগান্তির পর, ঈদযাত্রার শুরুতেই ট্রেনের সিডিউল বিপর্যয়
- আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
টিকিট ভোগান্তির পর ট্রেনে এবার যাত্রার শুরুতেও বিলম্ব। ঈদ যাত্রার প্রথম দিনে সকালে নীলসাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাবার কথা থাকলেও ছেড়ে যায় ১ ঘন্টা দেরিতে। আর সকাল ৭টার তিস্তা এক্সপ্রেস ছাড়ে দেড় ঘন্টা দেরিতে। তবে, শেষ দিনের অগ্রিম টিকিট সংগ্রহে ছিলো না তেমন ভীড়। আজ দেয়া হয় ৯ জুলাইয়ের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে
দুয়ারে কড়া নাড়ছে কোরবানীর ঈদ। যে করেই হোক যেতে হবে বাড়ি…..
তাইতো ঈদকে অনুষঙ্গ করে কর্মময় ব্যস্ত নগরীকে বিদায় জানাতে এই ছুটে চলা…
গ্রামের বাড়ীতে প্রিয়জনদের সাথে ঈদ-আনন্দ ভাগাভাগি করে নিতে ভোগান্তির যাত্রার সব কষ্ট সীটে বসতেই যেন নিমেষে রূপ নেয় স্বস্তির আনন্দে …
এদিকে মঙ্গলবার টিকিট সংগ্রহের শেষদিন ৯ জুলাইয়ের টিকিট পেতে আগ্রহীরা ছিলেন আগের তুলনায় অনেকটাই স্বস্তিতে…
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিডিউল বিপর্যয় ছাড়া অন্যসব সেবা দিতে রেল বিভাগ প্রস্তুত বলে জানান ষ্টেশন ম্যানেজার।
সকালে কিছুটা বিলম্ব হলেও পরের ট্রেনগুলো ছেড়ে যায় ঠিক সময়ে। প্রথম দিনের যাত্রায় রাত ১১টা পর্যন্ত কমলাপুর থেকে ৩৭টি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে।