টিকে গ্রুপ ও এস আলমের কারখানায় অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে এস আলম গ্রুপের ভেজিটেবল অয়েল কারখানায় এবং ঢাকায় টি.কে. গ্রুপের মিল গেটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কারখানায় ঢুকে দেখা যায় পাঁচ লিটার সয়াবিন তেলের দাম রাখা হয়েছে ৮৩৫ টাকা। অথচ, সরকার নির্ধারিত মূল্য ৭৯৫ টাকা। এছাড়া বিভিন্ন তেলের ক্ষেত্রে অসামঞ্জস্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় এস আলম গ্রুপের কর্মকর্তারা জানান, দু’দিন ধরে অর্ডার কম পাওয়ায় তাদের তেল সরবরাহ বন্ধ আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, তাদের বোতলজাত করার সেকশনটাও বন্ধ। পাশাপাশি রিফাইনিং করার অংশটাও বন্ধ। মেশিনারিজের সমস্যার কারণে এগুলো বন্ধ রয়েছে বলে জানানো হয়।