ভোজ্যতেল, ডাল, চিনি ও পেঁয়াজের সঙ্গে টিসিবি ফ্যামেলি কার্ডে মিলবে ১০ কেজি চাল
- আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
ভোজ্যতেল, ডাল, চিনি ও পেঁয়াজের সঙ্গে টিসিবি ফ্যামেলি কার্ডে মিলবে ১০ কেজি চাল। প্রতি কেজি ৩০ টাকা দরে ১ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।
সারাদেশের ২ হাজার ৩৬৩টি কেন্দ্রের ওএমএস ডিলারদের মাধ্যমে মাসে একবার এই চাল দেয়া হবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব- এমএম ইমরুল কায়েস বলেন, ওএমএস কার্যক্রম ৮১১টি কেন্দ্র থেকে সম্প্রসারিত করে ২ হাজার ৩৬৩টি করা হয়েছে।
এসব কেন্দ্রের ডিলারদের মাধ্যমে ১ সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশের প্রেক্ষিতেই এ কার্যক্রম শুরু হচ্ছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, বাজারে চালের দাম হুহু করে বাড়ছে। এক কেজি মোটা চাল কিনতে ক্রেতাকে প্রায় ৬০ টাকা গুণতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাল দেয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
এর মাধ্যমে গরিব ও নিম্ন-আয়ের মানুষ সুফল পাবে। তবে যারা নিম্ন-আয়ের মানুষ, তাদেরই কার্ডধারী করতে হবে।