টিসিবি ফ্যামিলি কার্ড নিয়ে জালিয়াতির অভিযোগ
- আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ নানা কারনে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। একই নামে একাধিক কার্ড থাকায় ভুয়া নামধারীরা পন্য উত্তোলন করে নিচ্ছে। বঞ্চিত হচ্ছে প্রকৃত কার্ডধারীরা। এ জন্য ক্ষমতাসীন দলের পাতিনেতাদের দায়ী করেছেন ওয়ার্ড কাউন্সিলররা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতারা।
বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৯০ হাজার ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। কিন্তু নগরীর বিভিন্ন এলাকায় একই নামে দুটি কার্ড থাকায় প্রকৃত হতদরিদ্ররা সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কার্ডধারীরা জানান, টিসিবির পন্য আনতে গিয়ে তারা জানতে পারেন তাদের নাম ব্যবহার করে অন্য কেউ পন্য উত্তোলন করে নিয়েছে।
ফ্যামিলি কার্ড জালিয়াতি হওয়ার কথা স্বীকার করে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের দায়ী করেছেন ওয়ার্ড কাউন্সিলর।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা বলছেন, বিতরন ব্যবস্থায় গাফেলতির কারনেই বঞ্চিত হচ্ছেন কার্ডধারীরা।
কার্ড যার পন্য তার বলে জানিয়েছেন ফ্যামিলি কার্ড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা।
কার্ড জালিয়াতির বিষয়ে কিছু জানা নেই দাবী করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার জানান, ভুলত্রুটি থাকলে সংশোধন করা হবে।
ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।