টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের
- আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। সুপার এইট নিশ্চিত করতে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ২০০৭ সালের পর আবারও সুপার এইটে খেলতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক উৎসবের নাম। এর সঙ্গে যুক্ত হয়েছে ঈদ-উল-আযহা। এই দিন বিশ্বকাপে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হাজার মাইল দূরে ওই ম্যাচ জিতে দেশের মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চান টাইগাররা। আসরে শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে যাওয়ার আরও কাছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পরাজয় এড়াতে পারলেই ২০০৭ সালের পর আবারও সুপার এইটে নাম লেখাবে টাইগাররা। হারলেও থাকবে সুযোগ তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। পাশাপাশি নেপাল ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা ক্রিকেটারদেরর। অন্যদিকে, বিদায় নিশ্চিত হলেও বাংলাদেশকে হারিয়ে আসর শেষ করতে চায় নেপাল।