টি-টুয়েন্টি ক্রিকেটে টানা ব্যর্থতার দায় ক্রিকেটারদের দিতে নারাজ খন্দকার জামিল উদ্দিন
- আপডেট সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি ক্রিকেটে টানা ব্যর্থতার দায় ক্রিকেটারদের দিতে নারাজ বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। বিপর্যয়ে সুষ্ঠ পরিকল্পনার অভাবকে দায়ী করছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের পর প্রিয় ফরম্যাট ওয়ান ডেতেও বাংলাদেশের কঠিন সময় অপেক্ষা করছে বলে মনে করেন বিসিবি’র এই সাবেক পরিচালক। ক্রিকেটারদের অবসরের বিষয়ে বিসিবি’র ইতিবাচক দৃষ্টিভঙ্গির আশা তার।
টি-টুয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর এই ফরম্যাটের জনপ্রিয়তা বেড়েছে তরতর করে। টি-টুয়েন্টি মানেই চার-ছক্কার ফুলঝুরি, স্বল্প সময়ে খেলা শেষ, টান-টান উত্তেজনা; মোট কথা বিনোদনের অন্যতম এক প্যাকেজ।
তবে, বাংলাদেশের অবস্থান বিপরীত। টি-টুয়েন্টিতে প্রতিনিয়ত নিজেদের হারিয়ে খুঁজছে টাইগাররা। যদিও সে দায়টা পুরোপুরি ক্রিকেটারদের দিতে নারাজ বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন।
শুধুই কি পরিকল্পনার অভাব? বাংলাদেশ দলটাই যেন একটা লোকাল বাস। কে কখন এই বাহনের কতটুকু পথের যাত্রী হবে তা বলা কঠিন। এই যেমন নাজমুল শান্ত। নিয়মিত পারফর্ম না করেও একাদশে আছেন বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে।
টি-টুয়েন্টিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণের পর এবার চোখ রাঙানি দিচ্ছে প্রিয় ফরম্যাট- ওয়ানডেতেও। যার সবশেষ উদাহরণ জিম্বাবুয়ে সিরিজ। ২০২৩ বিশ্বকাপের পর তামিম, মুশফিক ও রিয়াদ অবসরে গেলে বাংলাদেশ ক্রিকেটে নেমে আসতে পারে ঘোর অমানিষা।
অথচ এই তামিম, মুশফিকদের বিদায় হয় রঙহীন, নিষ্ফলা। অবসর বলতে বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এ বিষয়ে বিসিবির ইতিবাচক দৃষ্টি চান বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন।