টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই পর্দা উঠবে শ্রীলংকা প্রিমিয়ার লীগের
- আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই পর্দা উঠবে শ্রীলংকা প্রিমিয়ার লীগ..এলপিএলের। টুর্নামেন্টের তৃতীয় আসর ৩১ জুলাই থেকে মাঠে গড়াবে বলে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
এলপিএলের পর্দা নামবে ২১ আগস্টের ফাইনালের মধ্য দিয়ে। এবারও পাঁচ দল নিয়েই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লীগ। গেলোবারের মতো এবারও গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানতোতায়। পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৪টি। এলপিএল প্রিমিয়ার লিগ আয়োজনে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভা বিবৃতিতে জানান, বিশ্ব টি-টুয়েন্টি লীগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এবারের আসরের নতুনত্ব রাখবে এসএলসি।