টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া সিরিজের তৃতীয় প্রতিপক্ষ পাকিস্তান।
আজ এই সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ শুরুর আগে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেই হবে সিরিজের সব কয়টি ম্যাচ। তিনটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। ১৪ অক্টোবর হবে ফাইনাল। সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে সফরকারী দুই দল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। এছাড়া দিবারাত্রির দুটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা এবং বাংলাদেশ সময় দুপুর ১টায়। একইসঙ্গে নিজেদের পুরো বছরের সূচিও প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছে বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফরের সূচিও। আগামী ডিসেম্বরে ৩ টি-টুয়েন্টি ও ৩ ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশের নারীরা।