টি-টুয়েন্টি মিশনে নামছে ইংল্যান্ড ও ভারত
- আপডেট সময় : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
টেস্টের পর এবার টি-টুয়েন্টি মিশনে নামছে ইংল্যান্ড ও ভারত।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে রাতে মুখোমুখি হবে দু’দল। সাউদাম্পটনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচ।
এজবাস্টন টেস্টে ঐতিহাসিক জয়ের পর ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেও ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড। টি-টুয়েন্টিতে দলের সবথেকে বড় ভরসা সদ্য দায়ীত্বপ্রাপ্ত অধিনায়ক জস বাটলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দারুন ফর্মে ইংল্যান্ড অধিনায়ক। আইপিলের শেষ আসরে ছিলেন ক্যারিয়ার সেরা ছন্দে। তাই এই ম্যাচে ভারতের বোলারদের চিন্তার কারন হতে পারেন বাটলার। অন্যদিকে করোনা থেকে ফিরে দলের সাথে যোগ দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শার্মা। এজবাস্টন টেস্টের ভরাডুবির পর এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চায় ভারত। দুই দলের পরিসংখানে কিছুটা এগিয়ে সফরকারীরা। ১৯ দেখায় ইংল্যান্ডের ৯ জয়ের বিপরীতে ১০ ম্যাচে জয় পেয়েছে সফরকারীরা।
শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও শেষ টেস্ট কাল।
সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হবে দু’দল। সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে অজিদের কাছে ১০ উইকেটে হেরেছে শ্রীলংকা। তাই ঘুরে দাঁড়ানোর পাশাপাশি এই ম্যাচটি লঙ্কানদের জন্য সিরিজ বাঁচানোর। এমন ম্যাচের আগে চিন্তিত স্বাগতিক শিবির। করোনার কারণে চার গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না লঙ্কানরা। তাই দ্বিতীয় টেস্টে কঠিন পরীক্ষা দিতে হবে করুণারত্নের দলকে।অন্যদিকে, প্রথম টেস্টে জিতে বেশ ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও জয় প্রত্যাশা সফরকারীদের। উইনিং কম্বিনেশন ধরে রেখে অপরিবর্তীত একাদশ নিয়ে খেলবে অস্ট্রেলিয়া। বিপরীতে বাধ্যতামূলক পরিবর্তনের মুখে স্বাগতিক শ্রীলংকা।