টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে উত্তেজনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধের কারণে এতোদিন বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, উখিয়ার পালংখালীতে উত্তেজনা বিরাজ করলেও, এখন দেশের সর্ব দক্ষিণে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে উত্তেজনা বিরাজ করছে। জনমনে ভীতির সঞ্চার করছে।
মিয়ানমারের মংডু শহরে লড়াইয়ের কারণে নিকটবর্তী বাংলাদেশের সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপে নতুন করে উত্তেজনা দেখা যাচ্ছে। শুক্রবারও ওপার থেকে থেমে থেমে গোলার শব্দ ভেসে আসে এপারে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। তবে স্থানীয়রা বলছেন, ২০ কিলোমিটার দূরে থাকায় ভয়াবহতার আশঙ্কা নেই। তারা জানান,
মংডু ও আশপাশের এলাকায় বর্তমানে সাড়ে তিন লাখ রোহিঙ্গা রয়েছে। সেখানে গোলাগুলি বেড়ে যাওয়ায়, রোহিঙ্গারা এপারে ঢোকার চেষ্টা চালাচ্ছে। অবশ্য অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড