টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে ৩৯ জন মিয়ানমার নাগরিককে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে ৩৯ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
গেল রাতে অভিযান চালিয়ে ১টি কার্গো ও ৭টি কাঠের ট্রলার জব্দ করা হয়। টেকনাফ কোস্টগার্ডের ইনচার্জ লে. কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, ‘কার্গো ও ট্রলার নিয়ে অবৈধভাবে গরু ও কাঠ পাচারের সংবাদ পেয়ে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান চালায়। এ সময় মিয়ানমারের ৩৯ জন নাগরিকসহ ৮টি নৌযান জব্দ করা হয়। এসব ট্রলার থেকে ১৮টি গরু ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে কোস্টগার্ড।