টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক নিয়ে বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যে সমঝোতা স্মারক সই
- আপডেট সময় : ০৮:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক নিয়ে বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এর আগে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন রাজকুমারী। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। এছাড়া, সকালে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য দেখা করেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
পরে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, টেকসই উন্নয়নে কাজ করছে সরকার। জলবায়ু পরিবর্তন ও সবুজায়নে দু’দেশ এক সাথে কাজ করবে বলে জানান তিনি।
এর আগে তিন দিনের সফরে ঢাকা পৌঁছান রাজকুমারী। এ সময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, সাতক্ষীরার উপকূল এলাকা ও সুন্দরবন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে রাজকুমারী ম্যারী’র।
গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্টক ও কাতারের নব নিযুক্ত রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি।