টেক্সাস অঙ্গরাজ্যের উপাসনালয়ে প্রায় ১০ ঘণ্টা আটকে রাখার পর চারজনকে ছেড়ে দিয়েছে হামলাকারী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপাসনালয়ে প্রায় ১০ ঘণ্টা আটকে রাখার পর চারজনকে ছেড়ে দিয়েছে হামলাকারী। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের মধ্য দিয়ে তাদের মুক্ত করার সময় বন্দুকধারী নিহত হয়।
টুইট বার্তায় টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট সংকট অবসানের খবর নিশ্চিত করেছেন। আটকে পড়া সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি। টেক্সাসের কোলিভিল শহরের পুলিশ প্রধান বন্দুকধারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কিন্তু তার মৃত্যু কিভাবে হলো তা জানাননি তিনি। হামলাকারীর পরিচয় প্রকাশ করা হবেনা বলে জানানো হয়েছে। জিম্মিকারীর বোন পাকিস্তানের নাগরিক আফিয়া সিদ্দিকি একজন বিজ্ঞানী। তার মুক্তির দাবিতে উপাসনালয়ে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করা হয়।