টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার আহ্বান তথ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বকেয়াসহ বেতন-ভাতাদি নিয়মিত পরিশোধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, করোনার এই মহাদুর্যোগের সময় দেশের সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে করে যাচ্ছেন। এরই মধ্যে টেলিভিশন ও সংবাদপত্রের কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায় এবং স্বাস্থ্যসুরক্ষা দেয়া যায়, সেবিষয়টি সরকার বিবেচনা করছে।