টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন সাকিব সনেট-ববি!
- আপডেট সময় : ১২:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি দুই বাংলার শিল্পীদের নিয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে ২০১৯ থেকে ২০২১ এর জন্য কলকাতার ও বাংলাদেশের শিল্পীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
‘নোলক’ ছবির জন্য সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন সাকিব সনেট। অন্যদিকে একই ছবির জন্য ২০১৯ এর সেরা চিত্রনায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা ববি। একই ছবির জন্য সেরা গায়িকার পুরস্কারও পেয়েছেন তাসনিম আনিকা। সেরা ছবিও নির্বাচিত হয়েছে ‘নোলক’। এই ছবিতে অভিনয় করেন শাকিব খান ও ববি হক।
পুরস্কার প্রাপ্তিতে সাকিব সনেট বলেন, ‘সুন্দর একটি আয়োজনের মধ্যে দিয়ে টেলিসিনে পুরস্কার প্রদান করা হয়েছে কলকাতা ও ঢাকার শিল্পীদের। এরমধ্যে ‘নোলক’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলাম। মোট চারটি পুরস্কার পেয়েছে আমার এ ছবি। সব মিলিয়ে পুরস্কার প্রাপ্তিতে কাজের উৎসাহটা আরও বেড়ে গেল।’
‘নোলক’ ছবির চিত্রনায়িকা ববি বলেন, ‘টেলিসিনে পুরস্কারে গুণী সব শিল্পীদের মধ্যে পুরস্কার পাওয়াটা বড় বিষয়। খুব ভালো লাগছে। চেষ্টা করবো ভালো কাজের মাধ্যমে এর প্রতিদান দেয়ার।’
উল্লেখ্য, বাংলাদেশ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের কিংবদন্তি তারকা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতি।
‘পাসওয়ার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান। ২০২০ সালের সেরা সিনেমা ‘গোর’। এ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীপান্বিতা মার্টিন। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। ‘বীর’ সিনেমায় গান গেয়ে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন সোমনূর মনির কোনাল।
২০২১ সালের সেরা সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সেরা অভিনেতা আরিফিন শুভ, সেরা নির্মাতা মীর সাব্বির (রাত জাগা ফুল), সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন (রেহানা মারিয়ম নূর), সেরা কণ্ঠশিল্পী মমতাজ বেগম (রাত জাগা ফুল)। এছাড়া এবারের আসরে ওপার বাংলা থেকে সম্মাননা পেয়েছেন সৃজিত, প্রসেনজিৎ, শুভশ্রী, অর্পিতা পাল, জিৎ গাঙ্গুলি, অনুপম রায় ও রাজ চক্রবর্তী।