টোকিওতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সংগে শেখ হাসিনার বৈঠক, ৮টি চুক্তি সই
- আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সফলভাবে কৌশলগত অংশিদারত্বে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। আর রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এসময় দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরাদারে ঢাকা ও টোকিওর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আটটি চুক্তি ও সহযোগিতা স্মারক সই হয়।
জাপান সফরের ২য় দিনে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বরণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। প্রথা মেনে মাথা নুইয়ে অভিবাদনের জবাব দেন বঙ্গবন্ধু কন্যা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।
এসময় প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার-নিরাপত্তা, কৃষিসহ ৮টি গুরুত্বপূর্ণ ইস্যুত সমোঝতা স্মারকে স্বাক্ষর করে দুই বন্ধুপ্রতিম দেশ।
আনুষ্ঠানিক বক্তব্যে বাংলাদেশের অগ্রযাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের চেষ্টায় দ্বিপক্ষিয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ কৌশলগত অংশীদারত্বে পৌঁছেছে।
পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের সহায়তা চান শেখ হাসিনা।
এসময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
এর আগে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সি প্রশংসা করেন জাপান সম্রাট নারুহিতো।