টোল ও ফি আদায় নিয়ে সৃষ্ট জটিলতায় পাথর আমদানী বন্ধ
- আপডেট সময় : ০৮:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
স্থলবন্দর কর্তৃপক্ষের টোল ও ফি আদায় নিয়ে সৃষ্ট জটিলতায় চাঁপাইনবাবগঞ্জে প্রায় দু’সপ্তাহ ধরে বন্ধ রয়েছে পাথর আমদানী। ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি কর্মহীন হয়ে পড়েছে প্রায় তিন হাজার শ্রমিক। এরফলে সোনামসজিদ স্থলবন্দরের বিপরীতে ভারতের মোহদিপুর স্থলবন্দরে আটকা পড়েছে প্রায় সাড়ে তিন হাজার পাথর বোঝাই ট্রাক।
বাংলাদেশ স্থলবন্দর ও সোনামসজিদ পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড কর্তৃপক্ষকে আগের নিয়মে টোল বা ফি দেয়ার দাবিতে অঘোষিতভাবে পাথর আমদানী বন্ধ রেখেছেন আমদানীকারকরা। তারা জানান, সরকার ঘোষিত নতুন টোল ও ফি দেয়ার জন্য পানামা ও বিএলপিএ কোন চিঠি দেয়নি তাদের।তবে, মৌখিকভাবে শুনেই কোন ঘোষণা ছাড়াই পাথর আমদানী বন্ধ রেখেছেন তারা।
বন্দর কর্তৃপক্ষ জটিলতা নিরসনে তেমন কোন উদ্যোগ না নেয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছের বলে জানান আমদানিকারকরা।
পাথর আমদানি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় তিন হাজার শ্রমিক। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবী বন্দর শ্রমিকদের।
এদিকে, ভারতের রপ্তানীকারক, ট্রাক মালিক ও সিএন্ডএফ এজেন্ট নেতারা জানান, সোনামসজিদ স্থলবন্দরের বিপরীতে ভারতের মোহদিপুর স্থলবন্দরে আটকা পড়েছে প্রায় সাড়ে তিন হাজার পাথর বোঝাই ট্রাক।