চট্টগ্রামে টেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে করোনা রোগীর সংখ্যাও বাড়ছে
- আপডেট সময় : ০১:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে টেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এরই মধ্যে ৫ শোর বেশী আক্রান্তের মধ্যে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা একশো ছাড়িয়েছে। চিকিৎসকরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আর স্বাস্থ্য বিভাগ বলছে, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
ঢাকার বাইরে দেশের প্রথম করোনা উপসর্গ থাকা রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় এই বিআইটিআইডি হাসপাতালকে। দৈনিক আড়াইশো টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও শুরুতে একশো থেকে দেড়শোর বেশি নমুনা পরীক্ষা করতে পারেনি হাসপাতালটি। তবে এখন সক্ষমতার সবটুকু ব্যবহার করছে বিআইটিআইডি। এরসঙ্গে হালে যুক্ত হয়েছে ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সবমিলিয়ে দৈনিক ৫ শোর কাছাকাছি নমুনা পরীক্ষা হচ্ছে এই বন্দর নগরীতে।
আর এতেই উদ্বেগ জনকভাবে শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী। তবে নমুনা আসার তুলনায় পর্যাপ্ত পরীক্ষা এখনো সম্ভব হচ্ছে না বলে দাবি করোনা হাসপাতালের পরিচালকের।
জীবণ ও জিবিকার তাগিদে শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে লকডাউন। কিন্তু এসব শর্তের তোয়াক্কা করছে না কেউ। স্বাস্থ্যবিধি মানতেও আগ্রহ নেই কারো। আর এতেই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
সিংক: অসীম কুমার নাথ, তত্ত্বাবধায়ক, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল।
আর স্বাস্থ্য বিভাগ বলছে সীমাবদ্ধতার কারণে সবখানে সামাজিক দুরত্বের বিষয়টি নিশ্চিত করা সম্ভব না হলেও প্রশাসনের সঙ্গে সমন্ময় করে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন তারা।
চট্টগ্রামের তিনটি ছাড়াও কক্সবাজার ও কুমিল্লার দুটি ল্যাবে করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা হচ্ছে। কিন্তু সক্ষমতার সবটুকু ব্যবহার করেও প্রতিটি ল্যাবেই কয়েকশো নমুনার জট তৈরী হয়েছে।।