ট্যানারির কাছে চামড়া বিক্রির অপেক্ষায় পুরাণ ঢাকার আড়ৎদাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
ট্যানারি মালিকদের কাছে লবণযুক্ত চামড়া বিক্রির অপেক্ষায় পুরাণ ঢাকার আড়ৎদাররা। দু’একদিনের মধ্যেই পুরোদমে শুরু হবে লবণযুক্ত চামড়া বিক্রি। লবণের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার নির্ধারিত মূল্য থেকে কিছুটা বাড়তি দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন আড়ৎদাররা।
কোরবানির পশুর চামড়া লবণযুক্ত করে কমপক্ষে ৫ থেকে ৬ দিন প্রক্রিয়াজাত করার পর ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে আড়তদাররা।
ট্যানারি থেকে সোমবার দু’একজন ক্রেতা আসলেও দু’একদিনের মধ্যেই পুরোদমে বিক্রি শুরু হবে লবণযুক্ত চামড়ার। হঠৎ লবণের দাম বেশী হওয়ায়, এবার সরকারের বেধে দেয়া দামের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন আড়ৎদাররা।
ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়ৎদাররা বলে জানান ব্যবসায়ী নেতা। সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান জোরদার করার দাবি জানান হাজী মুহাম্মদ টিপু সুলতান।