ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার চাইলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের বিচারের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে একাত্তরের সংগঠিত অপরাধের বিচার চাইলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নানসহ ৮ আসামীর বিরুদ্ধে এই সাক্ষ্য দেন তিনি । রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে হানাদার পাকিস্তানী ও তাদের এদেশীয় বিশ্বাসঘাতক রাজাকার আলবদরদের নির্যাতনের ভিকটিম হিসেব প্রতিমন্ত্রীর এই সাক্ষ্য আসামীদের অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০১০ সালের ২৫ মার্চ প্রতিষ্ঠার পর, প্রথমবার সরকারের একজন প্রতিমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসেন, একাত্তরের সংগঠিত অপরাধে জড়িতদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে। আদালতকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, একই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় রাজাকার হান্নানকে ভাল করেই চেনা ছিল তার।
দশম শ্রেনীর ছাত্র খালিদের জবানবন্দীতে উঠে আসে ৯ আগস্ট ১৯৭১ এর কথা। ওই দিন রাজাকার কমাণ্ডার হান্নান ও পাকিস্তানি মিলিশিয়া বাহিনী হত্যা করে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ অনেককেই।
একজন ভিকটিম হিসেবে প্রতিমন্ত্রীর এই সাক্ষ্য আদালত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, কে এম খালিদের এই সাক্ষ্য তদন্ত সংস্থার একটি বড় সাফল্য।
২০১৯ সালের ২৭ মে হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদসহ ৮ আসামীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণসহ সুনির্দিস্ট ৬ অভিযোগে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাস্ট্রপক্ষ জানায়, আগামী ২৫ মার্চ এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক রেখেছে আদালত।