ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী মুন্সির হাটে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থানার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রাক এবং ঠাকুরগাঁও থেকে মোটর সাইকেলে যাওয়ার সময় মুন্সির হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী নিহত হন। এই ঘটনায় আহত ট্রাকের হেলপারে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।