ট্রাক চাপায় রাজশাহীর গোদাগাড়ীতে বাবা ও ছেলে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ট্রাক চাপায় রাজশাহীর গোদাগাড়ীতে বাবা ও ছেলে নিহত হয়েছে।
পুলিশ জানায়, বিজয়নগর নিমতলা পার্শ্বরাস্তা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আব্দুস সালাম ও তার ছেলে। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। পরে রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে ইব্রাহিম মারা যান।
ময়না তদন্ত শেষে মামলা হলে আইনী ব্যবস্থা নেয়ার কথা বলেছে পুলিশ।