ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তিতে খাগড়াছড়ির শ্রমিক-চালকসহ সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তি পোহাচ্ছে শ্রমিক-চালকসহ সাধারণ মানুষ। বাস স্টেশনে রাখা হচ্ছে ট্রাক। টার্মিনালে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় স্থান সংকটে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কেই পার্ক করা হচ্ছে বাস-ট্রাক। এতে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানযট। সংকট নিরসনে ট্রাক টার্মিনাল নির্মাণে জায়গা কিনলেও অর্থসংকটে কাজ শুরু করতে পারছে না পৌরসভা। টার্মিনাল নির্মাণে সরকারের সহযোগিতা চেয়েছেন পৌরমেয়র।
পর্যটন শহর খাগড়াছড়িতে প্রতিদিন ৫ শতাধিক ট্রাক ও এক হাজারের বেশি দুরপাল্লার বাস দেশে বিভিন্ন প্রান্তে চলাচল করে। জেলায় ২০ বছরের পুরাতন ছোট বাস টার্মিনাল থাকলেও ট্রাকের জন্য আলাদা কোন টার্মিনাল নেই। এতে বাধ্য হয়ে মালবাহী বা খালি ট্রাক গাদাগাদি করে বাস টার্মিনালে রাখা হচ্ছে। টার্মিনালে স্থান সংকুলন না হওয়ায় যাত্রাবাহী বাস এবং ট্রাক সড়কের উপর পার্কিং করা হয়। তৈরি হচ্ছে যানজট।
বাস টার্মিনালের মধ্যে ট্রাক রাখার কারণে বাস চালকরা পড়ছেন বিপাকে। এনিয়ে ক্ষুদ্ধ তারা। পৌরসভাকে ট্রাক্স দিয়েও সেবা না পাওয়ার অভিযোগ তাদের।
টার্মিনাল সংকটের কারণে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। দ্রুত টার্মিনাল নির্মাণের জন্য দাবি জানিয়েছে পরিবহন নেতারা।
পর্যটন কেন্দ্র গড়ে উঠার পর থেকে খাগড়াছড়িতে পরিবহনের চাপ বেড়েছে। টার্মিনালের অভাবে ভোগান্তি এখানে নিত্যসঙ্গী।
অর্থ সংকটের কারণে টার্মিনাল নির্মান কাজ শুরু করতে পারছে না পৌরসভা। এমন দাবি পৌর মেয়রের।
আধুনিক সুযোগ সুবিধাসহ একটি পৌর মডেল ট্রাক টার্মিনাল নির্মাণের মাধ্যমে, পর্যটন শহরকে যানজটমুক্ত রাখার দাবি স্থানীয়দের।