ট্রাম্পকে ‘মিথ্যুক ও নিষ্ঠুর ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন তার বোন ম্যারিয়ানে ট্রাম্প
- আপডেট সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘মিথ্যুক ও নিষ্ঠুর ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন তার বোন ম্যারিয়ানে ট্রাম্প। তিনি বলেন, নীতি না থাকায় ট্রাম্পের মতো লোককে বিশ্বাস করা ঠিক নয়। গোপনে ধারণকৃত অডিও ক্লিপ প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ভাই সম্পর্কে তার বোনের এমন ধারণা প্রকাশ্যে এসেছে।
অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে বিব্রতকর এমন তথ্য একের পর এক সামনে আসছে। এর আগে ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টা কিংবা ব্যবসায়ী সহযোগী হলেও এবার ট্রাম্প প্রসঙ্গে একই ধাঁচের কথা বললেন তার বোন ম্যারিয়ানে ট্রাম্প ব্যারি। শনিবার প্রকাশিত অডিও ক্লিপে ম্যারিয়ানে ট্রাম্প ব্যারি অভিবাসন নীতি নিয়ে নিন্দা করে তার ভাইয়ের সমালোচনা করেন। ট্রাম্পের ওই অভিবাসন নীতি অনুযায়ী সীমান্তে আটকে পড়া বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করে তাদের বন্দিশালায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল।