ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে জো বাইডেন
- আপডেট সময় : ০৩:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় বুধবার নিষেধাজ্ঞা বাতিল করতে এক নির্বাহী আদেশে সই করেন বাইডেন। এতে করে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন। বাইডেন বলেন, ভিসা নিষেধাজ্ঞার কারণে অভিবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হয়। অভিবাসী পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ করতে গত বছর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। করোনাকালে বেকারত্ব বেড়ে যাওয়ায় মার্কিনীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ট্রাম্প প্রশাসন। গত ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর থেকে বাইডেন মুসলিম নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশ কয়েকটি অভিবাসনবিরোধী নীতি বাতিল করেছে।