ট্রাম্প প্রশাসনের বিতর্কিত করোনো উপদেষ্টার পদত্যাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ট্রাম্প প্রশাসনের বিতর্কিত করোনো উপদেষ্টা স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন।
মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ স্কট অ্যাটলাসের পদত্যাগপত্র সংগ্রহ করেছেন। মাত্র চারমাস আগে তিনি নিয়োগ পেয়েছিলেন। ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত স্কট অ্যাটলাস বিভিন্ন সময়ে মাস্ক ব্যবহার এবং অন্যান্য ইস্যুতে মন্তব্য করে গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রে স্কট বলেন, সবসময়ই তিনি বিজ্ঞানের সর্বশেষ তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক প্ররোচনা বা প্রভাব ছিল না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যান্থনি ফাউচিসহ বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে থেকে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার শিকার হন এই কর্মকর্তা।