ট্রেন টিকিট বিক্রির তৃতীয় দিনেও চরম অব্যবস্থাপনায় অসন্তোষ যাত্রীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আজ থেকে ২৯ এপ্রিলের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও বরাবরের মত টিকিট পেতে কমলাপুরে স্টেশনে যাত্রীদের ভীড় জমতে থাকে আগের রাত থেকেই। বিশৃঙ্গলা এড়াতে নিজ উদ্যোগে সিরিয়াল টোকেন ব্যবস্থা করেন যাত্রীরা। খুব সহজে অনলাইনে টিকিট প্রাপ্তির কথা বলা হলেও এবারও বিড়ম্বনার শিকার মানুষ। টিকিট বিক্রিতে প্রতিবারের মত চরম অব্যবস্থাপনায় যাত্রীরা অসন্তোষ প্রকাশ করে।
এবারও নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে। তবে তা একেবারেই নগণ্য বলে জানিয়েছেন স্টেশনে আগত নারীরা। ভোগান্তি এড়াতে অন্তত পাঁচটি কাউন্টার নারী ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ দেয়ার দাবি জানান তারা।