ঠাকুরগাঁওয়ে আলোচিত হিরা হত্যা মামলার দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে আলোচিত হিরা হত্যা মামলার দুই আসামী জাকির হোসেন ও খালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
দুপুরে ঠাকুরগাঁয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় প্রদান করেন। ২০১৪ সালে ১০ আগস্ট সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকার নিজ বাসায় সন্ত্রাসীরা ইমাম হোসেন হিরাকে কুপিয়ে হত্যা করে। এ মামলায় জাকির ও খালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত।তবে খোতেজা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত না হওয়ায় খালাস দেয়া হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী সায়েমা খাতুন পলি হত্যার দায়ে স্বামী মাসুদ রানা ওরফে মাসুদকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এই দন্ডাদেশ ঘোষণা করেন।