ঠাকুরগাঁওয়ে কৃষক তোফাজ্জল হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে কৃষক তোফাজ্জল হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমান, তোফাজ্জল হোসেন ও মজিবর রহমানকে খালাস দেয়া হয়েছে। সরকার পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, ২০১০ সালের ১৪ মার্চ ভুট্টাক্ষেতে একটি মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গি থানার এসআই মোহাম্মদ আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে, ইটভাটা থেকে একটি মাথার কঙ্কাল উদ্ধার করা হয়। এ মামলায় আটজনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকালে আসামি ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।