ঠাকুরগাঁওয়ে মূলার উচ্চমূল্যই এ বছর বাঁচিয়ে দিচ্ছে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের
- আপডেট সময় : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে মূলার উচ্চমূল্যই এ বছর বাঁচিয়ে দিচ্ছে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের। জেলার চাহিদা মিটিয়ে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মূলা। তবে, সবজি পরিবহনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা গেলে কম দামে মূলা পাবে সারাদেশের মানুষ। একইসঙ্গে সবজি হিমাগার নির্মাণে সরকারি উদ্যোগের দাবী জানিয়েছে চাষীরা।
সেপ্টেম্বর-অক্টোবরে অসময়ের অতিবৃষ্টিতে এ বছর নষ্ট হয়েছে আগাম জাতের সবজি। বৃষ্টি একটু কমলেই, নষ্ট ক্ষেতে মূলা চাষের উদ্যোগ নেয় ঠাকুরগাঁওয়ের কৃষক। উদ্যোগ শুধু সফলই হয়নি, স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি দামে মূলা বিক্রি করছে তারা। সবজি পরিবহনে বিশেষ ট্রেন চালু এবং জেলায় সবজি সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বলে জানায়, কৃষি বিভাগ।
কৃষকের চাহিদার সাথে সমন্বয় রেখে সরকার ব্যবস্থা নেবে বলে আশা করে ঠাকুরগাঁওবাসী।