ডয়েচে ভেলের সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারিত হবে ডিজিটাল প্লাটফর্মসহ এসএ টিভিতে
- আপডেট সময় : ০৪:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
বিশ্বখ্যাত গণমাধ্যম ডয়েচে ভেলের সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারিত হবে ডিজিটাল প্লাটফর্মসহ এসএ টিভিতে। জার্মান প্রতিষ্ঠানটির সঙ্গে এমওইউ স্বাক্ষরের পর এ তথ্য জানান, এসএ গ্রুপ অব কোম্পানিজ ও এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। বলেন, ডয়েচে ভেলের সঙ্গে এই চুক্তি প্রমাণ করে, নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এসএ টিভি সব মহলের কাছে গ্রহনযোগ্যতা অর্জন করেছে। আর ডয়েচে ভেলের এশিয়া জোনের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ান পাইকার্ট বলেন, এসএ টিভির উন্নত প্রযুক্তি এবং দর্শকপ্রিয়তা বিবেচনায় নিয়ে, প্রতিষ্ঠানটির সঙ্গে এমওইউ সম্পাদন করেছে ডি ডাব্লিউ।
বাংলাদেশের টেলিভিশন জগতে প্রথম হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল হিসেবে ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করে এসএ টিভি। যাত্রা শুরুর পর থেকে গেলো এক দশকে বস্তুনিষ্ঠ সংবাদ এবং নান্দনিক অনুষ্ঠান উপহার দিয়ে, দর্শকদের মন জয় করেছে এসএ গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠান।
অন্যদিকে ১৯৫৩ সাল থেকে যাত্রা শুরু করে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে। নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সংবাদ সম্প্রচারের মাধ্যমে গেলো ৭ দশকে শুধু ইউরোপ নয়, বিশ্বজুড়ে মানুষের আস্থা ও প্রশংসা কুড়িয়েছে ডি ডাব্লিউ।
এমন বাস্তবতায় বাংলাদেশের দর্শকের কাছে নিজেদের সৃজনশীলতা পৌছে দিতেই জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এসএ টিভির সঙ্গে এমওইউ সই করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে ডিজিটাল প্লাটফর্মসহ এসএ টিভিতে পাওয়া যাবে ডি ডাব্লিউর সংবাদ ও অনুষ্ঠান।
এসএ টিভির গুলশান কার্যালয়ে দ্বিপক্ষীয় আলোচনার পর চ্যানেলটির ডিজিটাল স্টুডিও, অনলাইন অপারেশন এবং নিউজ ফ্লোর ঘুরে দেখেন ডয়েচে ভেলের এশিয়া জোনের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ান পাইকার্ট এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নাজিয়া নুসরাত আদনীন। সঙ্গে ছিলেন হেড অব প্রোগ্রাম কাজী চপল, লিড ডিজিটাল মিডিয়া আবুল হাসনাত, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল এবং এসএ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন-।
বাংলাদেশী দর্শকদের কাছে পৌছাতে কেনো এসএ টিভিকে বেছে নেওয়া হলো, সেই প্রশ্নের উত্তরও দেন তারা।
ডয়েচে ভেলের আগ্রহকে এসএ টিভির দর্শক প্রিয়তার বড় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার।
এসএ টিভি ও এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডয়েচে ভেলের প্রতিনিধিরা।
দেশীয় সংবাদের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে, সেই দায়বদ্ধতা থেকেই এসএ টিভি ডয়েচ ভেলের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে বলে জানান এসএ টিভির কর্ণধার।
বিদায় বেলায় ডয়েচ ভেলের প্রতিনিধিদের হাতে স্মারক উপহার তুলে দেন, এসএ পরিবহন ও এসএ টিভির প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমেদ।