ডলার কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্তে সরজমিনে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ডলারের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। চলমান ডলার সংকটের সময় কেউ কারসাজি করলে মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কার্ব মার্কেটের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা -এনএসআই রাজধানীতে ১৬৫ টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। ডলার কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্তে সরজমিনে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক ও এনএসআই। অভিযানের প্রথম দিনে মতিঝিল, পল্টন ও গুলশান এলাকায় ১০টি মানি একচেঞ্জ প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে। তদারকিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এছাড়াও উত্তরা, গুলশান, মিরপুর, মতিঝিল, পল্টন এলাকার মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে বাংলাদেশ ব্যাংকের ১০টি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ৩০টি দল একযোগে অভিযান চালায়।