ডলার সংকটে চাহিদামতো এলসি খুলতে না পেরে বিপাকে আমদানিকারকরা
- আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / ১৭২৮ বার পড়া হয়েছে
বৈশ্বিক মন্দায় ডলার সংকটে চাহিদামতো এলসি খুলতে না পেরে বিপাকে আমদানিকারকরা। ফলে কাঁচামাল আমদানিতে চরম বিপর্যয় নেমে এসেছে। আমদানীকারকরা বলছেন, ডলার সংকট দ্রুত না কাটলে, শিল্প-কারখানা অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি, খাদ্যপণ্য, মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়ে যায় বাংলাদেশের বাজারেও। একই সাথে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি প্রবাসী আয়ও কমতে থাকে। ফলে দেশে তৈরি হয় ডলার সংকট। এর ফলে গোটা দেশের ন্যায় বেনাপোলের বানিজ্যিক ব্যাংকগুলোতে চরম ডলার সংকট দেখা দেয়। এ কারণে নতুন করে এলসি খোলা কিছুটা কমে গেছে।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি আগের তুলনায় অনেকটা কমে গেছে। এতে সরকারের বেনাপোল স্থলবন্দর থেকে রাজস্ব আয় কমে গেছে।
বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি করা পণ্য নিয়ে ৫শ’ থেকে ৬শ’ ভারতীয় ট্রাক প্রবেশ করতো। এখন দিনে শুধু ২শ’ থেকে ৩শ’ টি গাড়ী প্রবেশ করছে।