ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মী, সেনা সদস্যদের জন্য বিশেষ সম্মানী ও স্বাস্থ্যবীমা প্রদানের ঘোষণা
- আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
করোনা মোকাবেলায় সক্রিয় ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মী, সেনা সদস্যদের জন্য বিশেষ সম্মানী ও স্বাস্থ্যবীমা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের যথোপযুক্ত পদক্ষেপে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় জনগণের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
করোনা বা কোভিড নাইনটিন ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান সরকারি কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে, সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা সংকট মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে সচেতনতার সাথে তা পালন করতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
তৃণমূলের প্রতিটি মানুষের খাদ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নামের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি । নিম্ন ও মধ্যবিত্তদের রেশনকার্ড দেয়ার ঘোষণাও দেন সরকার প্রধান।
করোনা সংক্রমণের ভয়ে যেসব স্বাস্থ্যকর্মী রোগীদের চিকিৎসা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
যেসকল স্বাস্থ্যকর্মী শুরু থেকেই করোনা আক্রান্তদের সেবায় কাজ করছে তাদের বিশেষ সম্মানি দেয়ার কথা জানান শেখ হাসিনা। চিকিৎসা দিতে গিয়ে কেউ আক্রান্ত হলে তার যাবতীয় দায়িত্ব নেয়ার কথাও বলেন তিনি।
চলমান সংকটে যারা মানুষের দুর্ভোগকে পুঁজি করে মুনাফা লাভের চেষ্টা করবে, তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
করোনা আক্রান্ত হলে তা গোপন না করে প্রশাসনের সাথে যোগাযোগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।