ডাচদের ৬ উইকেটে হারিয়েছে ইংলিশরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। এবার ডাচদের ৬ উইকেটে হারিয়েছে ইংলিশরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় নেদারল্যান্ডস। ৩৪ রানে হারায় ২ উইকেট। পরে অধিনায়াক স্কট এডওয়ার্ডসের ৭৩ বলে ৭৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলে ডাচরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ইংল্যান্ড। দুই উদ্বোধনী ব্যাটার জেসন রয় এবং ফিল সল্ট মিলে গড়েন ১৩৯ রানের জুটি। রয় ৭৩ ও ফিল সল্টের ব্যাট থেকে আসে ৭৭ রান। ইয়ন মরগ্যান আউট হন শুন্য রান এবং লিয়াম লিভিংস্টোন করেন ৪ রান। পরে, ডেভিড মালান ৩৬ ও মঈন আলি ৪০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ও আদিল রশিদ নেন দুইটি করে উইকেট। ম্যাচ সেরা হন জেসন রয়।