ডারবান টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ডারবান টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনশেষে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান।
দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ১১৩ রানের জুটি গড়েন- ডিন এলগার ও সারিল আরউই। ব্যক্তিগত ৬৭ রানে এলগারকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু আনেন খালেদ আহমেদ। আরউইকেও টিকতে দেননি মিরাজ। ৪১ রানে আউট হন আরউই। এরপর ১৯ রানে কেগান পিটার্সেন, আর ২১ করে রিকেল্টন দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। পরে ভেরেনেকে নিয়ে আর বিপদ হতে দেননি টেম্বা বাভুমা। ৫৩ রানে অপরাজিত আছেন বাভুমা, ২৭ রানে সঙ্গী ভেরেনে। এই ম্যাচে অসুস্থতার কারণে খেলছেন না তামিম ইকবাল। একাদশে নেই শরিফুল ইসলামও।