ডারবান টেস্টে ভাল অবস্থানে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ডারবান টেস্টে ভাল অবস্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ৭৫ রানে এগিয়ে প্রোটিয়ারা।
স্কোর বোর্ডে ৯৮ রান এবং ৬ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। লিটন দাসকে সঙ্গে নিয়ে শুরুটা ভালই করে মাহমুদুল হাসান জয়। ষষ্ঠ উইকেটে করে ৮২ রানের জুটি। ৪১ করে লিটন ফিরে গেলেও টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম শতক তুলে নেয় জয়। অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে তার দারুণ এক জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মুল্ডারের অফ স্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ হন মিরাজ। ভাঙে ৫১ রানের জুটি। শেষ পর্যন্ত ২৯৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬ রান। আলো স্বল্পতায় ১৭ ওভার বাকি থাকতেই শেষ হয় তৃতীয় দিনের খেলা।