ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের উপচেপরা ভিড়
- আপডেট সময় : ০৯:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনিই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭১ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন ১০৬ জন রোগী। রোগির আধিক্যে বরাদ্ধকৃত স্যালাইন শেষ হয়ে যাওয়ায় তা বাইরে থেকে কিনতে হচ্ছে। আসন সংকটে অধিকাংশ রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীসহ স্বজনর।
হঠাৎ গরম বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্ত হচ্ছে নারী শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এখন রোগীদের উপচেপরা ভিড়। গত তিন দিনে জেনারেল হাসপাতালে ২শ’ রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত শতাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ১০৬ জন রোগী বেডে ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ ২৪ ঘন্টায় ৭১ রোগী নতুন করে ভর্তি হন। রোগীর স্বজনরা জানিয়েছেন, ওষুধসহ প্রয়োজনীয় স্যালাইলন ও শয্যা না পাওয়ায় অপরিচ্ছন্ন পরিবেশেই মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ভোগ।
রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবার শিশু ও নারীর চেয়ে পুরুষ রোগী বেশি আসছে বলে জানান তারা। জনবল বাড়ানো ও পর্যাপ্ত ঔষধ সরবরাহ করার দাবি তাদের।
স্যালাইন সংকট নিরসনে ইতোমধ্যে ঢাকা থেকে স্যালাইন আনা হচ্ছে জানিয়ে রোগী সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান এই আবাসিক চিকিৎসক।
ডায়রিয়া প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি খাদ্য ও পানীয় গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।