ডায়রিয়া পরিস্থিতির আরো অবনতি : ঠাঁই নেই আইসিডিডিআরবিতে
- আপডেট সময় : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঠাঁই নেই মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে। তারপরও রোগী আসছেই। দূর-দূরান্ত থেকে আসার পথে পানি শূণ্যতায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে। রেজিস্ট্রারে দেখা যায়, ডায়রিয়ায় মৃত ২৯ রোগীর মধ্যে ২৫ জনই মারা গেছে হাসপাতালে আনার পথে পানি শূণ্যতায়। চিকিৎসকরা দূরের রোগীদের আইসিডিডিআরবি’তে না এনে কাছের হাসপাতালে ভর্তি করার এবং স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিয়েছেন।
রাজধানীসহ সারাদেশেই ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। শুধু মার্চ মাসেই দেশজুড়ে আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বছরের প্রথম তিন মাসে ডায়রিয়ায় ও কলেরা আক্রান্ত হন ৪ লাখ ৬১ হাজার ৬১১ জন। এরমধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার।
পানির কারণেই ডায়ারিয়ায় আক্রান্ত হওয়ার কথা জানান রোগী ও তাদের স্বজনরা।
সরাসরি ওয়াসার লাইনের পানি খাওয়াতে ডায়রিয়া হয়েছে বলেও মনে করেন অনেকে।
আগের তুলনায় এবার বেশি রোগী পানি শূন্যতা নিয়ে হাসপাতালে আসছে। বিলম্বের কারণে অনেকের মৃত্যু হতে পারে বলে জানান আইসিডিডিআরবি কর্তৃপক্ষ।
আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশই প্রাপ্ত বয়সী নারী-পুরুষ। ডায়রিয়া থেকে রক্ষা পেতে বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
পানিবাহিত রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে বিশুদ্ধ পানি পান ও জনসচেতনতা জরুরি বলেও মনে করেন ডা. লুবনা শাহরিন