ডিআইজি মিজানুর রহমান বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২০শে অক্টোবর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৫১ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও তার স্ত্রী রত্নাসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২০শে অক্টোবর। এরইমধ্যে আসামিদের ঢাকার বিশেষ জজ-৬ আদালতে নেয়া হয়েছে।
গত দোসরা সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলি করেন। পরে এই আদালত অভিযোগ গঠনের জন্য ২৪শে সেপ্টেম্বর দিন ঠিক করেন। গত ৯ই ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ৩০শে জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এই মামলার অভিযোগপত্র দেন। মিজান ছাড়া চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।