ডিজিটাল কানেকটিভিটির ওপর জোর দিয়ে কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে ডিজিটাল কানেকটিভিটির ওপর জোর দিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সমাজক বদলে নারীর ক্ষমতায়নও সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ডিজিটাল কোঅপারেশন: অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন’ শীর্ষক হাই-লেভেল ভার্চুয়াল ইভেন্টে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, উদীয়মান চাকরির বাজারের কথা বিবেচনায় এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও জানান, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ যখন উন্নত দেশের তালিকায় থাকবে তখন তরুণাই থাকবে দিন বদলের যাত্রার কেন্দ্রবিন্দুতে। ২০৩০ সালের মধ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীতে প্রযুক্তির শক্তি প্রকাশ পেয়েছে। কিন্তু বিশ্বের অর্ধেক জনগোষ্ঠিই মৌলিক ইন্টারনেট সেবার আওতার বাইরে। এই বৈষম্য দূর করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।