ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনার চিন্তা করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনার চিন্তা করছে সরকার। এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেফতার করা যাবে না,বা তার বিরুদ্ধে মামলা নেয়া যাবে না-এমন ব্যবস্থা নেয়া হচ্ছে । এসময় আইনমন্ত্রী আরো বলেন, যে কোন আইন প্রণয়নের পর একটা ট্রায়াল অ্যান্ড এরর মধ্য দিয়ে যায়। সে সময় অপপ্রয়োগ করা হচ্ছে কি না, কি করে তা বন্ধ করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে চিন্তা ভাবনা চলছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানান আনিসুল হক।