ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা নিয়ে নাজনীন আনোয়ারের সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাঙ্গামাটির সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার।
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজনীন বলেন, একটি রেস্টুরেন্ট ইজারা নেয়াকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সঙ্গে তার বিরোধ তৈরী হয়। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ নিয়ে রাঙ্গামাটির কয়েকটি অনলাইন গণমাধ্যমে তার মা ও তাকে নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশ করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন তিনি। সাম্প্রতি ওই মামলায় এক আসামী গ্রেফতারও হয়েছে। এরপর থেকে বিচারাধীন মামলাটিতে প্রভাব বিস্তারে নতুন করে প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন, নাজনীন আনোয়ার। এসময় সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুও উপস্থিত ছিলেন।