ডিজেলের বাড়তি দাম প্রত্যাহার এবং ভাড়া বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনেও চলছে ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ডিজেলের বাড়তি দাম প্রত্যাহার এবং ভাড়া বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনেও চলছে সড়ক পরিবহণ মালিক ও শ্রমিকদের ধর্মঘট।
গণপরিবহন বন্ধ থাকায় কর্মদিবসের প্রথম দিনে সীমাহীন দুর্ভোগ অফিসগামী মানুষের। বাস ও ট্রাকের পর সারা দেশে বন্ধ রয়েছে লঞ্চও। এখন চলছে শুধু ট্রেন ও সীমিত আকারে বিআরটিসির বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন তারা। গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া। গাবতলী, মিরপুর ও মহাখালী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। দ্বিগুণ ভাড়ার দাবিতে লঞ্চ বন্ধ রেখেছে মালিক সমিতি।