ডিজেলের মূল্য বৃদ্ধিতে ক্ষতির মুখে জামালপুরের চরাঞ্চলের প্রায় লক্ষাধিক কৃষক
- আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
ডিজেলের মূল্য বৃদ্ধিতে ক্ষতির মুখে জামালপুরের চরাঞ্চলের প্রায় লক্ষাধিক কৃষক। এসব চরাঞ্চলে বিদ্যুৎ না থাকায় কৃষকরা ডিজেল চালিত স্যালো মেশিনের ওপর নির্ভভশীল। ডিজেলের মূল্য বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছেন তারা।
ব্রহ্মপুত্র, যমুনা,ঝিনাই,সহ নদ-নদী বেষ্টিত দেশের উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা জেলা জামালপুর। তেমন একটা ভারি শিল্প কারখানা না থাকায় এখানকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই জেলার উঁচু এলাকার জমিতে বৈদ্যুতিক সেচের মাধ্যমে পানি দিয়ে বোরোসহ অন্যান্য ফলস চাষ করা হলেও চরাঞ্চলের ১৫ হাজার হেক্টর জমির চাষাবাদ ডিজেল চালিত ইঞ্জিনের উপরই নির্ভরশীল। এতে উৎপাদন আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতে না পারলে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ার কথা জানান কৃষকরা।
কম সেচে মাধ্যমে যে সকল ফসল উৎপাদন হয় তা চাষের পরামর্শ দেয়ার কথা জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। কৃষকদের বিশেষ সুবিধার আওতায় এনে চরাঞ্চলে আগের মতো ফসল উৎপাদন অব্যাহত রাখতে সরকারের সহযোগীতা চেয়েছেন কৃষকরা।