ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। হঠাৎ গণপরিবহণ বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হঠাৎ করে জ্বালানী তেলের দাম বাড়ানোয় ক্ষুব্দ সাধারণ মানুষ। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি।
শুক্রবার ছুটির দিনে রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম। এর পরেও যারা জরুরী প্রয়োজনে রাস্তায় রেড়িয়েছেন গাড়ী না পেয়ে তারা অনেকেই পড়েছেন বিপাকে। সিএনজি অটোরিকশা কিংবা পাঠাও-উবার সার্ভিস চালু থাকলেও ভাড়া চাওয়া হচ্ছে কয়েকগুণ বেশি।
প্রায় ২৬টি প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত চাকরির নিয়োগ ও ভর্তী পরীক্ষা ছিল রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। কিন্তু রাস্তায় এসে গাড়ি না পেয়ে তারাও পড়েন বিপাকে। গণপরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে কেউবা ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।